প্রফেসর কাজী ফারুক আহাম্মদ

শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

Daily Alerts:
  1. Home
  2. প্রফেসর কাজী ফারুক আহাম্মদ
image description

অধ্যক্ষ

“ব্রহ্মপুত্র panerai replica নদ ময়মনসিংহ তথা গফরগাঁও এর অনন্য সম্পদ।” এই নদের তীর ঘেঁষে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গফরগাঁও সরকারি কলেজ। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে এই প্রতিষ্ঠানের রয়েছে সক্রিয় অংশগ্রহণ। নৈসর্গিক পরিবেশে অবস্থিত এই কলেজটি বাংলাদেশে উচ্চ শিক্ষা বিস্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত রুপকল্প-২০২১ বাস্তবায়নে অতি প্রয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী। এই দক্ষ জনগোষ্ঠী তৈরিতে গফরগাঁও সরকারি কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ জনবলের উপর ভর করে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে অবশ্যই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

গফরগাঁও সরকারি কলেজ নানা সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের ধারা অব্যাহত রেখে উচ্চশিক্ষা প্রদান করে নিজের অবস্থান সমুন্নত রেখেছে।

With low price and high quality Top 5 Trusted Replica Watches Sites, the replica watches ca on google are worth having!
If you like forever classic and elegant wrist cheap replica watches uk, you had better choose rolex fake watches uk online shop.
Swiss automatic cheap Replica Watches UK at affordable prices for men and women.